The Chief of Army Staff has been inducted as the 'Colonel of the Regiment' of the prestigious East Bengal Regiment.

ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান

চট্টগ্রাম জাতীয়

চট্টগ্রাম সংবাদদাতা :

ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেন প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। অনুষ্ঠানে সেনাপ্রধানকে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে কর্নেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন রেজিমেন্টের জেষ্ঠ্যতম অধিনায়ক এবং জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার।

সকালে চট্টগ্রাম সেনানিবাসের দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহিদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। রেজিমেন্টের ১৭তম ‘কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অনুষ্ঠানস্থলে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী সেনা প্রধানকে অভিবাদন জানানো হয়। পরে সেনা প্রধান রেজিমেন্ট সদস্যদের সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।

এ সময় একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীসহ ইষ্টবেঙ্গল রেজিমেন্টের সক্ষমতা বাড়াতে আধুনিক যুদ্ধাস্ত্র সংযোজনের পাশাপাশি যুদ্ধ উপযুক্ততা বাড়ানোর প্রক্রিয়া বেগবান করার কথা জানান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

এছাড়া দেশের যে কোন প্রয়োজনে সেনাসদস্যদের স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালনকরার পাশাপাশি প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান।

১৯৭১সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ৯২৪ জন সদস্যের আত্মোৎসর্গ কথা স্মরণ করে মুক্তিযুদ্ধে রেজিমেন্টের গৌরবময় ভূমিকা তুলে ধরেন জেনারেল ওয়াকার উজ জামান।

সেনা প্রধান বলেন, ইষ্ট বেঙ্গল রেজিমেন্টসহ বাংলাদেশ সেনাবাহিনী আধুনিকায়ন করা, সেনাবাহিনীর নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সংযোজন করা ছাড়াও ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের অভিযানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যুদ্ধ উপযুক্ততা বাড়ানোর চলমান প্রক্রিয়াকে আরো বেগবান করা হবে।

সেনা প্রধান রেজিমেন্টের সকল সদস্যদের পেশাদার ও সুপ্রশিক্ষিত সদস্য হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে দেশের যেকোনো কল্যাণে রেজিমেন্টের সকল সদস্য প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকারও নির্দেশ দেন।

পরে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে সেনাসদর, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।