MA Aziz Stadium demands cancellation of the 25-year lease given to BFF at a press conference.

এম এ আজি স্টেডিয়অম বাফুফেকে দেওয়া ২৫ বছরের লিজ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

খেলাধুলা চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা ;

এম, এ আজিজ স্টেডিয়াম বাফুফেকে ২৫ বছরের জন্য মাঠ বরাদ্দ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত ক্লাবগুলো।

সোমবার ( ৩ ফেব্রুয়ারী) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত ক্লাব প্রতিনিধির ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, সিজেকেএস‘র সাবেক সহ সভাপতি অ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী।

লিখিত বক্তব্যে তিন বলেন, চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের একমাত্র সম্বল এম এ আজিজ স্টেডিয়াম এরই মধ্যে ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১২ শর্তে দেওয়া এই বরাদ্দের ফলে জেলা ক্রীড়া সংস্থার বলতে গেলে কোন কর্তৃত্বই থাকবে না এই স্টেডিয়ামে। ফলে খেলাধুলার আয়োজন করতে হলে জেলা ক্রীড়া সংস্থাকে নতুন মাঠ খুঁজতে হবে তাই এই বৈষম‍্যমুলক সিদ্ধান্ত প্রত‍্যাহারের দাবী জানান তিনি।

বক্তারা বলেন, স্টেডিয়ামটি সিজিকেএসের ৩০ টির মতো ইভেন্ট পরিচালনা করে অথচ কোনো কারণ ছাড়াই আমরা দেখতে পেয়েছি একদিন সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ২৫ বছরের জন্য ইজারা দিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, চট্টগ্রামের বৃহত্তর স্বার্থে এ মাঠটি শুধু মাত্র চট্টগ্রামের খেলোয়াড়দের জন্যই ব্যবহৃত হবে।

সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস‍্য সচিব জাহিদূল কবির কচি, সিজেকেএস সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান, সৈয়দ আবুল বশর, সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোশাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, নির্বাহী সদস্য একেএম আব্দুল হান্নান আকবর, আ ন ম ওয়াহিদ দুলাল।

এসময় সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মো. খানসহ সিজেকেএস ক্লাবগুলোর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।