সমুদ্রতীরের বাতাসে একটা চঞ্চল অপেক্ষার আবহ। রাজকন্যা ছোট্ট মেয়ে তার বাবার জন্য পথ চেয়ে দাঁড়িয়ে আছে। তার বাবা একজন জেলে। প্রতিদিন সকালে বাবা সমুদ্রে যায় মাছ ধরতে। মেয়েটা জানে, বাবা ফিরলে তার জন্য গল্প, হাসি আর একটা মজার দিন অপেক্ষা করছে।
আজকের দিনটা অন্য দিনের চেয়ে একটু আলাদা। মেয়েটার মন ভরা আনন্দ আর উত্তেজনা। দূরে বাবার নৌকাটা দেখা যাচ্ছে। বাবা ফিরে এসেছে! তার পায়ের ছাপগুলো যেন সমুদ্রতীরের বালিতে চিরন্তন হয়ে আছে। বাবা তীরে পৌঁছালে মেয়েটি দৌড়ে গিয়ে বাবার হাতে ধরা মাছগুলো দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে। “আজ বড় মাছ খাবো!” – তার আনন্দিত কণ্ঠে চারপাশ প্রাণবন্ত হয়ে ওঠে।
বাবার ক্লান্ত মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। মেয়েটার তৃপ্তি তার জন্য পৃথিবীর সেরা পাওয়া। বাবার কাছে আজকের সমুদ্রযাত্রা আর প্রতিদিনের সংগ্রাম যেন সার্থক হয়ে উঠল। দুজন মিলে সমুদ্রতীরে বসে সময় কাটাল। বাবা মেয়েকে তার কাজের গল্প বলল, আর মেয়ে বাবার সঙ্গ উপভোগ করল।
এমন ভালোবাসা আর সম্পর্কের দৃশ্য সত্যিই হৃদয়স্পর্শী। সমুদ্রতীরের ঢেউয়ের মতোই এ সম্পর্ক চিরকালীন।