উপকূলীয় এলকায় নির্বাচনকালীন দায়ীত্বে থাকছে কোস্ট গার্ডের সাড়ে ৩ হাজার সদস্য

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক : 

দীপাঞ্চলে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিগ্নিত হলেও স্যাটেলাইট ফোনের মাধ্যমে যোগাযোগ অক্ষুণ্ণ রেখে আইনশৃংখলা নিয়ন্ত্রণ করবে কোস্টগারড। ভোটে জলদস্যুদের ব্যবহার করে প্রভাব বিস্তার করতে চাইলে তা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী)  দুপুরে চট্টগ্রামের সন্দ্বীপের বিভিন্ন নির্বাচনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে বশিরিয়া আহমদিয়া আলহাজ্ব আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসার মাঠে এ সব তথ্য জানান, বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর পাশাপাশি কঠোর নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মহাপরিচালক জানান, নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ডের প্রায় ৩ হাজার ৫০০ সদস্যের ১০০টি প্লাটুন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে কোস্ট গার্ড জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।