উখিয়ায় ‘নারী ক্ষমতায়ন সম্মেলন’ অনুষ্ঠিত

উখিয়া

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী ‘নারী ক্ষমতায়ন সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ডিসেম্বর উপজেলা মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ইউথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। এতে জেলার প্রায় ৩০টি সামাজিক, মানবিক, যুব উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সেশন কার্যক্রমে নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব উন্নয়ন এবং সমাজে নারীর কার্যকর অংশগ্রহণ জোরদারের ওপর গভীর ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, সিএইচআরডিএফ এর চেয়ারম্যান মোহাম্মদ মহি উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, উখিয়া ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক কাজী মিজানুর রহমান, ইয়াসিডের প্রধান নির্বাহী কায়সার হামিদ প্রমুখ।

সম্মেলনের বিভিন্ন পর্বে ছিল মনোমুগ্ধকর কালচারাল সেগমেন্ট। নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে নারীর শক্তি, সংগ্রাম ও সম্ভাবনার বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরা হয়। একইসঙ্গে সংগঠনের নতুন সদস্যদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়, যা নারী নেতৃত্ব বিকাশে সম্মেলনের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে।

মূল আলোচনা পর্বে নারীদের সামাজিক, মানবিক ও দক্ষতা উন্নয়নে পিছিয়ে পড়ার পেছনের কারণগুলো বিশদভাবে তুলে ধরা হয়। কেন নারীরা এখনো শিক্ষা, কর্মসংস্থান, সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারছে না—এ নিয়ে নারী সংগঠকদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতা, সাইবার বুলিং ও ডিজিটাল সহিংসতার শিকার নারীরা কীভাবে আত্মমর্যাদা ও নিরাপত্তার সঙ্গে সামনে এগিয়ে যেতে পারে—সে বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বার্তায় বক্তারা বলেন, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর অগ্রযাত্রায় বাধা সৃষ্টি না করে নারী-পুরুষ সমতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে ইসলামী দৃষ্টিকোণ থেকে নারীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে সমাজে তাদের আরও বেশি জায়গা করে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা উল্লেখ করেন, ইসলাম কখনোই নারীর অগ্রগতির অন্তরায় নয়; বরং সঠিক মূল্যবোধ ও ব্যাখ্যার মাধ্যমে নারীর ক্ষমতায়ন আরও সুদৃঢ় করা সম্ভব।
উল্লেখযোগ্য বিষয় হলো, পুরো সম্মেলনটি ইউথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট-এর নারী সদস্যদের পরিকল্পনা, ব্যবস্থাপনা ও নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। নারীদের নেতৃত্বে এনে তাদের সক্ষমতা বিকাশের লক্ষ্যে এই আয়োজনকে একটি সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন আয়োজকরা। এ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিল শিশু ও যুব ফোরাম (উখিয়া উপজেলা)।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই সম্মেলন উখিয়া তথা কক্সবাজার জেলায় নারীর ক্ষমতায়ন আন্দোলনে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন উদ্যোগ গ্রহণে অনুপ্রেরণা জোগাবে।