ঈদকে সামনে রেখে জাল টাকার দৌরাত্ম : লোহাগাড়ার পদুয়া বাজার থেকে গ্রেফতার ১

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা :

চট্টগ্রামের লোহাগাড়া থানার পদুয়া বাজার এলাকা ১১ হাজার জাল টাকাসহ একজনকে আটক করে যৌথবাহিনী।

বিকেলে পদুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে নুরুর দোকানের সামনে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেজর আহসানুল করিম রাঈম ও এসআই এনায়েত হোসেনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানিক টিম অভিযান চালিয়ে আমিরাবাদ ইউনিয়নের পূর্ব হাজার বিঘার ফেরদৌস আহমদের ছেলে মো শাহ আলমকে ১১ হাজার জাল টাকার নোটসহ আটক করে।