দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজসহ মো. রিপন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী রাতে থানা পুলিশের একটি টিম আধুনগর ইউনিয়নের গর্জনিয়া পাড়ার বাড়িতে অভিযান চালিয়ে মৃত আবুল হোসেনের ছেলে রিপনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এসআই মো. শরীফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লোহাগাড়া থানাধীন আধুনগর ইউনিয়নের গর্জনিয়া পাড়ার মো. রিপনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেন। গ্রেফতার পরবর্তী থানায় জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতার রিপন লোহাগাড়ায় রুজুকৃত একটি অপহরণ ও ধর্ষণ মামলার আসামী।
জানা যায়, গত ০৩/০২/২৫খ্রি. স্থানীয় মাদ্রাসায় নবম শ্রেণিতে অধ্যয়নরত ভিকটিম শিশুকে মামলার আসামী মো. রিপনের নেতৃত্বে অজ্ঞাতনামা ০২ জনসহ অপহরণ করে গর্জনিয়া পাড়াস্থ রিপনের বসতঘরে নিয়ে যায়। আসামী রিপন অজ্ঞাতনামা আসামীদের সহযোগীতায় ভিকটিমকে ধর্ষণ করে এবং মারধর করে মর্মে লোহাগাড়া থানায় রুজুকৃত মামলায় বাদী উল্লেখ করেন। মামলায় আরও উল্লেখ করেন, ধর্ষণ এবং মারধর পরবর্তী ভিকটিমকে লোহাগাড়া থানাধীন সাউন্ড হেল্থ হাসপাতালের সামনে ফেলে রেখে চলে যায়।