কক্সবাজারে বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে কুতুবদিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত  

কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি:

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে,দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে আগামী ১৭ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা বিএনপি’র বিশাল সমাবেশ সফল করার লক্ষে কুতুবদিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক ছৈয়দ আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি এ.টি.এম নুরুল বশর চৌধুরী।

উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ ছালাম কুতুবীর সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম. মোবারক হোছাইন, উপজেলা বিএনপির সদস্য ও ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, নেজাম উদ্দিনে, সাবেক চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী, শফিউল আলম কুতুবীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আগামী ১৭ ফেব্রুয়ারী কক্সবাজার বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থানীয় কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ। সমাবেশে কুতুবদিয়া থেকে স্থল ও নৌপথে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগ দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।

উক্ত প্রস্তুতি সভায় কুতুবদিয়া উপজেলা বিএনপির অঙ্গ, সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।